ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ১০:৩৬

বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট বর্জনসহ বিভিন্ন অনিয়ম অভিযোগের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

রোববার সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ।

এদিকে, বিভিন্ন জেলায় ভোট গ্রহণের আগের রাত থেকে ভোট চলাকালে নির্বাচনী সহিংসতায় এখনো পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে নোয়াখালীতে একজন আনসার সদস্য প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও আগে থেকে ব্যালট বাক্স ভরাট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামসহ ৪৩ প্রার্থী।