ভেঙে পড়ল সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদের বিম
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০১ ২০২২, ১৬:৩০
নেত্রকোনার বারহাট্টায় ভেঙে পড়েছে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ‘গ্রেটবিম’। রোববার (৩০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। অনিয়ম লুকাতে রাতেই ভাঙা ভিমটি সরিয়ে ফেলেন ঠিকাদারের লোকজন।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ফলে বিমটি গত রাতে ভেঙ্গে পড়ে গেছে। কলাম ও বিমে দশ মিলি রড ব্যবহার করা হয়েছে। সিমেন্ট অপর্যাপ্ত। সকল রড মরিচা ধরা। নির্মাণের পর থেকে কিউরিং চোখে পড়ে নাই। সরকারি প্রকৌশলী মাঝে মাঝে আসলেও ঠিকাদারের লোকজনের সাথে দশ-পনের মিনিট কথা বলে চলে যায়।
নেত্রকোণা জেলা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান জানান, ঠিকাদারের কাজটি সার্কুলার অনুযায়ী না হওয়ায় সেটিকে ভেঙ্গে নতুন করে করার জন্যে নির্মাণ শ্রমিকদের বললে পূর্বের কাজটিকে ভেঙ্গে ফেলা হয়।
মসজিদের ঠিকাধারী প্রতিষ্ঠান নাঈমা এন্টারপ্রাইজ এর কর্ণধার মো. ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কিছুই জানেন না। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ব্যাপারে তিনি কোনো খবর পাননি বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম বলেন, মডেল মসজিদটির নির্মাণকাজে ত্রুটির ব্যাপারে অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন। আমি দুইদিন পরিদর্শনে এসেছি, সাইট ইঞ্জনিয়ারকে পাই নাই। বিষয়টি ডিসি স্যারকে অবগত করেছি। গ্রেট বিম ভেঙে পড়ার বিষয়টিও জানিয়েছি। স্যার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান বলেন, পরিকল্পনা ও নির্মাণ কাজে ত্রুটি ধরা পড়ায় আমরাই ওই গ্রেট বিমটিকে ভেঙে ফেলতে বলেছি।
সূত্র: চ্যানেল ২৪