ভূমি কমিশনারের অভিযানে বন্ধ শরীয়তপুরের জয়ন্তী নদীপাড়ের অবৈধ মাটি খনন
একুশে জার্নাল
মার্চ ১০ ২০২০, ১০:১২
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধুলকুড়া ইউনিয়নে নদীর পাড় থেকে প্রকাশ্যে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে তা নেওয়া হচ্ছে ইটভাটায়। উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করলেও মাটি কাটা বন্ধ হচ্ছিল না।
জানা গেছে, আজ এলাকাবাসীর অভিযোগে সন্ধ্যায় সহকারী কমিশনার(ভূমি) জনাব আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি খনন বন্ধ করে ভেকু মেশিনের চাবি জব্দ করেন।
সহকারী কমিশনার(ভূমি) জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, আজ সন্ধ্যায় আমি সরেজমিনে গিয়ে দেখি ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে জয়ন্তী নদীর পাড় থেকে মাটি খননযন্ত্র (ভেকু মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নেয়া হচ্ছে। সে সময় তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করা হয় এবং ভেকু মেশিনের চাবি জব্দ করে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি খনন বন্ধ করা হয়।
তিনি আরো বলেন, নদীপাড় থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় সরিষা, মুলা, লাউ, কলাইসহ বিভিন্ন ধরনের সবজি ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং ঝুঁকিতে ছিল নদীপাড়ের রাস্তা। আইন অমান্য করে নদীর পাড় থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি খনন করে নেওয়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যহত থাকবে।