ভূজপুর ওলামা পরিষদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১১ ২০২০, ১৬:১৯
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভূজপুর থানা ওলামা পরিষদের ব্যবস্থাপনায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ভূজপুর কাজিরহাট বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। কাজিরহাট বাজার থেকে ভূজপুর থানা মোড় প্রদক্ষিণ করে আবারো বাজারে এসে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ বিক্ষোভ মিছিল।
ভূজপুর ওলামা পরিষদের উপদেষ্টা আল্লামা শাহ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মাও. নিজাম উদ্দিন ও মাও. এরশাদ বিন জালালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাও. জুনাইদ বিন জালাল, সাধারণ সম্পাদক শেখ হোসাইন মোঃ শাহজাহান ইসলামাবাদী, মাও. আবু তালেব, ক্বারী আবু সাঈদ, মাও. দিদার, হাফেজ এমদাদ।
এতে আরো বক্তব্য রাখেন, মাও. দেলোয়ার, মাও মুস্তাকুন্নবী, শেখ ইব্রাহিম, মাও. শামসুল আলম , কাজী জসিম, কাজী শোয়াইব, মাও. ইরফান কাদের, মাও. হাবিবুল্লাহ দিদু, হাফেজ রহমতুল্লা, ছাত্র নেতা তারেক, নিজাম।
সভায় বক্তারা ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের জোর প্রতিবাদ জানান। একইসাথে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ও তাদের সব পণ্য ববয়কটের আহবান জানান।