ভুলিনি তোমাদের
একুশে জার্নাল
মে ০৫ ২০১৯, ১৮:০১

ভুলিনি তোমাদের
ফয়েজ হাবীব
লাখো মুমিন নবীপ্রেমে
শাপলা সাদা চত্বরে
কিছু মুমিন সেদিন পেলো
চিরসুখের পথ’তো রে ।
শহীদ মায়ের চোখের নীচে
দুখের কাজল কালো দাগ
গোলাপ জবা ভাল্লাগে মা’র
শাপলা শুনলে কান্না-রাগ ৷
সেই শহীদের রুহগুলো আজ
সবুজ পাখির ভিতরে
মনখুশিতে উড়ছে ওরা
দেয় দোলা দেয় কী তরে ?
ভাবনা তোদের হোক যেমনই
ওদের সুখের সীমা নাই
আমরা যারা শ্বাস নিতেছি
দুখ আমাদের সীমানায় !