ভুয়া সাংবাদিকদের চাঁদাবাজির কবলে সাতক্ষীরা
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৪ ২০১৯, ১১:৪২
সাতক্ষীরা প্রতিনিধি: ভুয়া ও ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের চাঁদাবাজির কবলে পড়েছে সাতক্ষীরা। ভুয়া অনলাইন পোর্টাল থেকে শুরু করে ভুয়া টিভি চ্যানেল এর নাম দিয়ে চলছে এসকল কার্যক্রম। যার কোনো অস্তিত্ব নেই এমন টিভি চ্যানেলের নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযুক্ত মহল। শুধু মাত্র চ্যানেলের নাম দিয়ে মাঝে মাঝে ফেসবুকে ৫/৭ মিনিটের অনুষ্ঠান আপলোড দেওয়া হয়। সাথে স্থানীয় কিছু নেতার বক্তব্য বা সাক্ষাৎকার চ্যানেল এর নামে প্রচার দিয়ে চলছে এদের কার্যক্রম। এমনকি জেলায় গত কয়েক দিনে বেশ কয়েকজনকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ।
এদিকে সূত্র থেকে জানা যায়, জেলায় ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ও কথিত মানবাধিকার কর্মী পরিচয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ব্লাকমেইল করে এ চক্রটি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সীমান্ত থেকে শুরু করে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে এ চক্রের সদস্যরা স্ট্যান্ড ও ক্যামেরা নিয়ে ভিডিও করে আতঙ্কের সৃষ্টি করছে। এছাড়া এদের কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে চাঁদা দাবি ও আদায় করছে বলে একাধিক সূত্র জানায়।
সাতক্ষীরা পাসপোর্ট অফিস, ভূমি অফিস, ভিসা অফিস, সদর থানা, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল, ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয় কোন পত্রিকায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশের পর এ চক্রটি ওই সংবাদের কপি নিয়ে মাঠে নামে চাঁদাবাজিতে। এদের মধ্যে অনেকেই মাদক কারবারির সাথে জড়িত বলে জানায় সূত্র।
এতে করে প্রকৃত সাংবাদিকদের দুর্নাম ছড়াচ্ছে এ চাঁদাবাজ চক্রটি। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা সংস্থার নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন সাতক্ষীরাবাসী।