ভিবিডি-মৌলভীবাজার জেলার ইভেন্ট Clean Hand,Healthy Life-3 সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ৩০ ২০১৯, ১২:৫৪

একুশে জার্নাল ডেস্ক : ২৯/০৭/১৯ ইং তারিখ রোজ সোমবার দুপুর ১২ ঘটিকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ইভেন্টঃ Clean Hand, Healthy Life-3 শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ঐ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ইভেন্টের শুরুতে ভিবিডি-মৌলভীবাজার জেলার জেনারেল সেক্রেটারি মোঃশামীম মিয়া এবং তার সহযোগী হিসেবে কমিটি ম্যাম্বার নাইমুল ইসলাম রাফী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন উন্নয়ন লক্ষ্য মাত্রা-৬ অর্থাৎ এসডিজি-৬, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উপর একটি ভিডিও প্রেজেন্টেশন ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন।এরপর শুরু হয় এই সেশনের আলোকে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং সরাসরি কুইজ প্রতিযোগিতা যা তারা এই সেশন থেকে জানতে পেরেছে বা শিখতে পেরেছে।এ পর্বে ভাল করার জন্য ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন যাপন করতে ভালভাবে হাত ধোয়ার কোন বিকল্প নেই এবং এই কাজে উদ্ধুদ্ধ করতে প্রত্যেক শিক্ষার্থীদের ১ টি করে সাবান উপহার দেওয়া হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ভিবিডি-মৌলভীবাজার জেলার প্রেসিডেন্ট অনিক বর্ধন,ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ,জেনারেল সেক্রেটারি মো:শামীম মিয়া,ট্রেজারার সুমিত বর্ধন,প্রজেক্ট অফিসার নাদির হোসেন সহ সকল কমিটি ম্যাম্বার এবং জেনারেল ম্যাম্বারগন উপস্থিত ছিলেন।