ভিপি ফয়সল হুসেন সুমনের জন্মদিনে নর্থ লন্ডন যুবলীগের শুভেচ্ছা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৬ ২০২০, ০২:১৫

একুশে জার্নাল ডেস্ক: ওসমানীনগর উপজেলার রাজপথ কাঁপানো আন্দোলন সংগ্রামে অকুতভয় নির্ভীক ছাত্রনেতা, মিছিলের অগ্রগামী মুজিব সৈনিক এক বিপ্লবী ছাত্রনেতা, উর্দ্ধে মুষ্টিবদ্ধ জয় বাংলা স্লোগানের বজ্র কন্ঠস্বর, ছাত্রলীগের সুদক্ষ সংগঠক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ,সাবেক সাধারণ সম্পাদক তাজপুর ইউনিয়ন ছাত্রলীগ,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ,ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সাম্পাদক ফয়ছল হোসেন সুমনের জন্মবার্ষিকী উপলক্ষে
নর্থ লন্ডন যুবলীগের নেতাকর্মীরা তাঁর গৌরবময় জীবন কামনা করেন। তাঁর জন্মদিন উপলক্ষে নর্থ লন্ডন যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা ফয়সল আহমদ সুমনের আগামীর জীবনগুলো সুন্দর, সাফল্যমন্ডিত ও বর্নিল হোক এ কামনা করেন।