ভিপি নুরকে নিয়ে কবিতা ‘একটা ছেলে একাই লড়ে’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৩ ২০১৯, ০০:৪৮

একটা ছেলে একাই লড়ে 

 জিসান মেহবুব 


 একটা ছেলে একাই লড়ে

 বুক চেতিয়ে দাঁড়ায়,

 দেশের প্রতি ভালোবাসা

 ঊর্ধ্ব আকাশ ছাড়ায়‍।

 সত্য যখন যায় না বলা

 মিথ্যে দাপট দেখায়,

 একটা ছেলে সাহস নিয়ে

 সত্য বলা শেখায়‍।

 ফ্যাসিবাদের কবলে দেশ

 আঁধার নামে পাড়ায়‍।‍।

 নতুন করে জাতির বিবেক

 এই ছেলেটা জাগায়‍,

 অধিকারের স্লোগান তুলে

 সামনে শুধু আগায়‍।

 হামলে পড়ে তার ওপরে

 কতক বুনো শুয়োর,

 তাও খুলেছে এই ছেলেটা

 প্রতিবাদের দুয়োর‍।

 বাধার মুখে আঁধার সেতো

 কোমর বেঁধে তাড়ায়‍।‍।