ভাড়াটিয়াদের মাসব্যাপী ইফতারের দায়িত্ব নিলেন বাড়িওয়ালা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ১৭:৪১

মোঃউজ্জল (আশুলিয়া প্রতিনিধি):
সারা বিশ্বের ন্যায় করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে চলছে অঘোষিত লকডাউন।ফলে চরম বিপাকে পড়ছে কর্মহীন, নিম্ন শ্রেণীর মানুষজন।
মহামারী করোনা ভাইরাসের কারণে স্তব্ধ পুরো পৃথিবী। সামাজিক দূরত্ব মানার কারণে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।করোনা ভাইরাসেরর প্রভাব পড়ছে রমজানের ওপর ও।ঘর বন্ধি এমন রমজান মাস কখনো দেখেনি কেউ।তারাবির নামাজ ও ইফতার সম্মিত ভাবে করতে পারবে না।
করোনা মহামারীতে আশুলিয়া নরসিংহপুর এলাকায় শিউলী ভিলা নামে ফ্লাটে বসবাস করছে ৪০ টির বেশি পরিবার। তারা সবাই পোশাক কারখানায় কাজ করে।
আজ দুপুরে নামাজের পর ঐ ফ্লাটের মালিক মঞ্জুর আহমেদ বলেন,আমার ফ্লাটে বসবাস করে যারা কেউ এই রমজান মাসে ইফতার তৈরী করবেন না।আমি পুরো মাসের আপনাদের ইফতারের দায়িত্ব নিলাম।ভাড়াটিয়াদের উদ্দেশ্যে বলেছেন আপনাদের যে ধরনের সমস্যায় পড়েন আমাকে জানাতে পারেন, আমি সাধ্যমত সহযোগিতা করবো।
তিনি প্রতিটি বাসায় দূরত্ব বজায় রেখে ইফতারি পৌঁচ্ছে দিবেন। বাসার সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার জন্য বলেছে।
বাসার চাঁদে ওয়াক্তের নামাজসহ তারাবি পড়ার ব্যবস্থা করে দিয়েছে। আরো বলেছে,জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলেছে।