‘ভালো হয়েছে ছোট থাকতেই মরেছে’ নিহত আসিফাকে নিয়ে মন্তব্য ভারতের ব্যাংক কর্মকর্তার
একুশে জার্নাল
এপ্রিল ১৪ ২০১৮, ১৩:৩৩

একুশে জর্নাল ডেস্ক: আসম্প্রতি কাশ্মিরী বালিকা আসিফাকে মন্দিরে নিয়ে ধর্ষণ পরবর্তী হত্যা করার প্রতিবাদে যখন সারা ভারতজুড়ে চলছে আন্দোলন আর বিক্ষোভ। ঠিক তখনি ভারতের কেরেলা রাজ্যের বিষ্ণু নন্দকুমার নামের এক ব্যাংক কর্মকর্তা তার ফেইসবুক ওয়ালে নিহত আট বছর বয়সী আসিফার সম্পর্কে স্ট্যাটাস দিলেন
‘সে মরেছে ভালো হয়েছে, অন্যথায় বড় হয়ে ভারতের জন্যই বোমা হিসেবে হুমকি হয়ে দাড়াতো’।
তার এমন স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয় তীব্র প্রতিবাদ। সবাই তার চাকুরী বাতিলের দাবী জানান। অবশেষে তাকে চাকুরী থেকে বরখাস্ত করতে বাধ্য হলো ভারতের প্রাইভেট কোম্পানী কটাক ব্যাংক লিমিটেড।
জানা যায়, বিষ্ণু নন্দকুমার উগ্রপন্থী দল আরএসএস এবং বিজেপির স্থানীয় নেতার সন্তান।
ঘটনার পর থেকে তার ফেইবুক আইডি ডিজেবঅল দেখাচ্ছে।