ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১২

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০২ ২০২০, ১৩:৪৮

নাজমুল হোসাইন আকাশ, জেলা প্রতিনিধি ঢাকা: ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে ভালুকায় সড়ক দুর্ঘটনায় একজন সাথে সাথেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০-১২জন গুরুতরভাবে আহত হয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার ০২ মার্চ সকাল ১০:৩০টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার পার্শ্ববর্তি স্থান বাদশা টেক্সটাইল লিঃ এর সামনে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০০৫২) নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী আশরাফ আলী (৩৫) সাথে সাথে নিহত ও ১২জন বাসযাত্রী আহত হয়।

পরক্ষণেই খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভালুকা সদর উপজেলা হাসপাতালে পাঠালে পরে গুরুতর আহত ৮জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। অপরদিকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, নিহত আশরাফ আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় গ্রামে। আজ রাত ৮টায় অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে এলে স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

#ইসা