ভারত সরকার ফ্রি মাস্ক ও হেড ক্যাপ দিল বাংলাদেশকে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০২০, ১৬:০১

যশোর শার্শা উপজেলা প্রতিনিধিঃ

বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারত সরকারের দেওয়া মাস্ক ও হেড ক্যাপ ভারতের গাড়ি থেকে বাংলাদেশের গাড়িতে তোলা হচ্ছে।

করোনা ভাইরাস আক্রান্ত প্রতিরোধে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বিনামুল্যো মাস্ক ও হেড ক্যাপ দিল বেনাপোল চেকপোষ্ট দিয়ে।

মঙ্গলবার রাত ৮ টার সময় ১৪ টি কার্টুনে আনা ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডক্যাপ বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় গাড়ি থেকে বাংলাদেশের গাড়িতে হস্তান্তর করেন।

ভারতের রফতানি কারক হেলথ লাইফ কেয়ার লিঃ এই পন্য পাঠায় বাংলাদেশে। বাংলাদেশে পন্য আমদানি করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন। এই পন্যর খালাসকৃত সিএন্ড এফ ছিল বেনাপোল বন্দরের বারলো প্যাকেজ এন্ড সিপার্স। পন্য চালানটির ইনভয়েস নং বিজি- এই আই / ৭২,তারিখঃ ২০.০৩.২০।

এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি এবং উভয় দেশের সিএন্ডএফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন