ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন অবিলম্বে বাতিল করতে হবে; মুফতি ছালেহ আহমদ
একুশে জার্নাল
ডিসেম্বর ২১ ২০১৯, ০৮:৪৮
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন অবিলম্বে বাতিল করতে হবে -মুফতি ছালেহ আহমদ
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ বলেছেন এনআরসির নামে ভারত থেকে মুসলিম বিতাড়নের গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। মোদি সরকার অন্যায় ভাবে মুসলমানদের ভারত ছাড়া করার যে নীলনকশা প্রণয়ন করছে তা বিশ্ব মুসলিম ও মানবতাবাদী জনতা রুখে দাঁড়াবে। ভারতে মুসলমানদের উপর রাষ্ট্রীয় মুদদে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। অবিলম্বে মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন বন্ধ করে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন বাতিল করতে হবে।
তিনি গত ১৮ ডিসেম্বর বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া, সেক্রেটারি হাফিজ মাওলানা ইসলাম উদ্দীনসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
নির্বাহী পরিষদ বৈঠকে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতী মাস কর্মসূচি সফলের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।