ভারতে ভবন ধসে নিহত ১১ সেনা
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৫ ২০১৯, ১৭:৫৮

ভারতের উত্তরাঞ্চলে মৌসুমি বৃষ্টির কারণে একটি ভবন ধসে পড়েছে। সোমবারের এই দুর্ঘটনায় ১১ জন সেনা সদস্যসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা গৌরব শ্রীবাস্তব জানিয়েছেন, এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
দমকল বাহিনীর কর্মকর্তা রাজ রামের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ভবনের গ্রাউন্ডফ্লোরে সেনা সদস্যরা একটি পার্টিতে অংশ নেন। অনুষ্ঠানের ভেতরই ভবনটি ধসে পড়ে।
হিমাচল প্রদেশের ওই ভবন থেকে এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন সেনা রয়েছেন।
প্রাণে বেঁচে যাওয়া এক সেনা সদস্য পিটিআইকে বলেন, ‘আমরা ভেবেছিলাম ভূমিকম্প। ভাগ্যের জোরে আমার কিছু হয়নি। আমি ১০-১৫ মিনিট আটকা ছিলাম। পরে উদ্ধারকারীরা বের করে আনে।’