ভারতে গরু জবাই করায় আবারো মুসলিম তরুণকে হত্যা
একুশে জার্নাল
মে ২০ ২০১৮, ১০:৪১
ভারতের মধ্যপ্রদেশে গরু জবাই করায় রিয়াজ নামে এক মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাকিল নামে আরেক তরুণ। তার অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাতে সাতনা জেলার আমগড় গ্রামে এই নিষ্ঠুর নিপীড়নের ঘটনা ঘটে।
এবিপি আনন্দ জানিয়েছে, এ ঘটনায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে তারা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের দুই ব্যক্তি গরুসহ কয়েকজনকে দেখতে পায়।
এর পর গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছলে চারজন নিরাপদে সরে যায়। তবে তারা রিয়াজ ও শাকিলকে ধরে ফেলে। তাদের প্রচণ্ড মারধর করা হয়।
খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ গ্রামটিতে পৌঁছায়। এর মধ্যে রিয়াজ মারা যান। পরে শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সাতনার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অভিযোগে ৪-৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তারা।