ভারতে এক্সই-তে আক্রান্ত এক ব্যক্তি
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২২, ০০:৩০
ভারতে এক্সই-তে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি ভয়াবহ।
আজ বুধবার মুম্বাইয়ের ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের সূত্রে এনডিটিভি এমন খবর দিয়েছে।
জানা যায়, ভারতে জিনোম সিকোয়েন্সের জন্য ২৩০টি নমুনা পাঠানো হয়েছিল। সেখানেই একটিতে শনাক্ত হয় নতুন এক্সই ভ্যারিয়েন্টটি। আরেকটিতে শনাক্ত হয় কাপ্পা ভ্যারিয়েন্ট। বাকিগুলো ওমিক্রন ছিল।
যুক্তরাজ্যেও করোনাভাইরাসের নতুন এই প্রজাতি চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সি জানায়, এখন পর্যন্ত অনেকের শরীরে এ নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।