ভারতে উগ্রপন্থীদের নির্যাতনের প্রতিবাদে বিশ্ব মুসলিমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন -সৌদী নেজামে ইসলাম পার্টি
একুশে জার্নাল
জুলাই ০৮ ২০১৯, ১৩:২২
ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি টানা দ্বিতীয় বার সরকার গঠনের পর দেশটিতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। ভারতের এ জালেম গোষ্ঠী ধর্মপ্রাণ সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে। জোর পূর্বক ” জয় শ্রীরাম ” স্লোগান দিতে বল প্রয়োগ ও নিরপরাধ মুসলিম কিশোর, যুবক ও বৃদ্ধাদের পিটিয়ে হত্যা করে চলেছে।।
এসব ঘটনার প্রতিবাদে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদিআরব কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, দিন দিন ভারত মুসলমানদের ওপর জুলুম নির্যাতনের ঘটনা সীমা ছাড়িয়ে যাচ্ছে। অথচ এ ভারতের স্বাধীনতার আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, শান্তি শৃঙ্খলা আনাসহ সব ধরনের কল্যাণমূলক কাজে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে।
সভায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তারা বলেন, চরমপন্থী হিন্দু সন্ত্রাসীদের ব্যপারে মোদি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।