ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল ডটকম
মার্চ ০১ ২০২০, ১৮:৩৫
সাখাওয়াত হোসেন
ফরিদপুরে ভারতের দিল্লীতে সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসজিদের আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি,২০২০ বাদ জুম্মা সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের চকবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মুসল্লিরা।
এসময় অন্যান্যের মধ্যে বাকীগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তারা এসময় ভারতের দিল্লীতে মুসলিমদের উপর হামলা চালিয়ে নির্যাতন, হত্যা ও মসজিদ জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিমরা প্রতিহিংসা পরায়ণ নয়, মুসলিমরা সহনশীল একটি জাতি। আমরা কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করবো না, কারো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করবো না। আমরা শুধুমাত্র ন্যাক্কার জনক এই ঘটনার দোষীদের শাস্তি দাবী করছি এবং মুসলিমদের শান্তিতে বসবাস করতে দেয়ার আহবান করছি। অন্যথায় সারা বিশ্বের মুসলিমরা জেগে উঠলে হামলাকারীরা পালাবার পথ খুজে পাবে না।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন বাকীগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় ভারতের দিল্লীতে মুসলিমদের উপর হামলা চালিয়ে নির্যাতন, হত্যা ও মসজিদ জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিমরা প্রতিহিংসা পরায়ণ নয়, মুসলিমরা সহনশীল একটি জাতি। আমরা কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করবো না, কারো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করবো না। আমরা শুধুমাত্র ন্যাক্কার জনক এই ঘটনার দোষীদের শাস্তি দাবী করছি এবং মুসলিমদের শান্তিতে বসবাস করতে দেয়ার আহবান করছি অন্যথায় সারাবিশ্বের মুসলিমরা জেগে উঠলে হামলাকারীরা পালাবারও পথ খুজে পাবে না। অনতিবিলম্বে ভারতের দিল্লীতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের আহবান জানান।