ভারতের বিজেপি নেতা কর্তৃক মহানবী সা. কে কটুক্তির প্রতিবাদে বালাগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
একুশে জার্নাল
জুন ১০ ২০২২, ১৯:৫২
ভারতের বিজেপি নেতা কর্তৃক মহানবী সা. কে কটুক্তির প্রতিবাদে বালাগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
আবুল কাশেম অফিক:
ভারতের বিজেপি নেতা কর্তৃক মহানবী সা. কে কটুক্তির প্রতিবাদে আজ ১০ জুন শুক্রবার বিকাল ২টায় বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মুসলিম জনতা বালাগঞ্জের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থা থেকে হাজার হাজার হাজার মুসল্লীদের অংশ গ্রহণে মিছিলটি বালাগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিমবাজার বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বালাগঞ্জ ফিরোজাবাগ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাওলানা গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সাদ উদ্দিন, তিলকচানপুর আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, নবীনগর জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, এড. ইমরাম আহমদ, মু. জাহাঙ্গীর হোসাইন।
উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কাশেম অফিক, এম এ মতিন বাদশা, কাশিপুর জামে মসজিদের ইমাম মাওলানা বুরহান উদ্দিন, পূর্ববাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, চানপুর জামে মসজিদের ইমাম মাওলানা আলী হুসাইন, মাওলানা কাওছার আহমদ ও আবু শাহাজান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন বিশ্বনবী সা. আমাদের প্রাণের চেয়ে প্রিয়, নবী আমাদের আবেগের যায়গা আমাদের আবেগ নিয়ে ভারতের ক্ষমতাশীন দুই নেতা যে করুচিপূর্ণ মন্তব্যে করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বক্তারা আরো বলেন, আমাদের প্রাণের নবীকে কটুক্তির প্রতিবাদে বিশের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ও ভারতের পন্যের বয়কটের ডাক দিয়েছেন সেখানে রহস্যজনকভাবে আমাদের ৯০% মুসলিম দেশের সরকারের নিরবতা আমাদেরকে ভাবিয়ে তুলছে। অবিলম্বে সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর জোর দাবী জানান তারা।
এছাড়াও বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মুরার বাজার, বোয়ালজুড় ইউনিয়নের বোয়ালজুড় বাজার, সহ উপজেলার বিভিন্ন স্থানে মুসল্লীরা জুম্মার নামাজের পরপরই মিছিল সমাবেশ করার খবর পাওয়া গেছে।।