ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা
একুশে জার্নাল ডটকম
জুন ১৬ ২০২২, ১৩:২৭
মহানবী হজরত মোহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২ টায় রাজধানীর বায়তুল মোকাররম থেকে এ মিছিল শুরু হয়। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ছুটেন নেতাকর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে শান্তিনগর মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়।
এ সময় নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি শেষ করে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
এর আগে গত শুক্রবার (১০ জুন) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
বুধবার (১৫ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচির রোডম্যাপ চূড়ান্ত করা হয়।