ভারতকে ‘অসৎ’ আখ্যা দিয়ে ভারতীয় সব ফ্লাইট বন্ধ করে দিল আমেরিকা
একুশে জার্নাল
জুন ২৩ ২০২০, ১৭:৩০
আমেরিকাকে নিজেদের বন্ধু রাষ্ট্রই ভেবে আসছিল ভারত। কিন্তু আবারও ভারতীয়দের ভুল প্রমাণ করল ট্রাম্প প্রশাসন। চীনের পর ভারতেরও বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত দুদেশের বিমান চলাচল সংক্রান্ত নিয়ম কানুন মানছে না। বরং অসৎ উপায় অবলম্বন করে বিমান চালাচ্ছে। প্রসঙ্গগত, করোনার কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া।
মার্কিন প্রশাসন জানায়, ভারতকে মর্কিন যুক্তরাষ্ট্রে বিমান চালাতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে। এতে মার্কিন বিমান পরিবহণ মন্ত্রণালয়কে ঐসব বিমান দুদেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে।
সম্প্রতি, চীনের বিশেষ বিমান ওঠানামার ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তার আগেই চীন সরকার মার্কিন বিমান ওঠানামা বন্ধ করেছিল। গত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, চীন সরকার যদি মার্কিন বিমান সেদেশে ওঠানামা করতে দেয় তাহলে তারাও সপ্তাহে ৪টি চীনা বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলাচল করতে দেবে।