ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের কমিটি নবায়ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০১৯, ১৮:০৫

সাঈদ সালমান

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের অন্যতম এলাকা ভাদুঘরের কওমী ছাত্রদের ঐক্যবদ্ধ সংগঠন “কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ”র কমিটি নবায়ন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, মাওলানা আবু হানিফ, সিনিয়র সহ সভাপতি- মাওলানা আতাউল্লাহ,
সাধারণ সম্পাদক – মাওলানা বরকতুল্লাহ ইমরান,
সাংগঠনিক সম্পাদক – মাওলানা খালিদ সাইফুল্লাহ,
প্রচার সম্পাদক – হাফেজ ইকরামুল মারজান চৌধুরী ও
অর্থ সম্পাদক- হাফেজ মাওলানা নাজমুল।

এছাড়াও তাদের সহকারী হিসেবে আছেন আরো ২৮ জন সদস্য।

গতকাল (১৩ জুন) বাদ মাগরিব ভাদুঘর মাদানী সেন্টার জামে মসজিদে এক আলোচনা সভায় ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব, আমানুল্লাহ স্যার।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফেজ মাওলানা মাকবুল হুসেন ভূঁইয়া দা.বা.।

প্রসঙ্গত, এলাকার বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে থাকে অত্র সংগঠনের সকল কর্মীরা।