ভাঙ্গুড়ায় চন্ডিপুরে ডিলারের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৭ ২০২০, ১৫:০৮

নিজস্ব প্রতিবেদক,ভাঙ্গুড়া,পাবনা

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা ডিলারের বিরুদ্ধে।উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ডিলার জহুরুল ইসলামের(পিতাঃহাজী জামাল মেম্বার)বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জহুরুল উপজেলার খানমরিচ ইউনিয়নে সার ও বীজ বিক্রয়ের ডিলার|

এ বিষয়ে স্থানীয় কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খানমরিচ ইউনিয়নে ২২ শত হেক্টর জমিতে বোরো ধান চাষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।এ লক্ষ্যমাত্রা পূরণে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্তমানে বোরো ধানের চারা রোপন শুরু করছেন কৃষকরা। চারা রোপন করতে ইউরিয়া ও ডিএপি সারের প্রয়োজন হয়|

খানমরিচ ইউনিয়নের ডিলার জহুরুল ইসলাম স্থানীয় কৃষকদের এই স্যারের যোগান দেন। এবছর প্রতি বস্তা ডিএপি ও ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ৮০০ টাকা।কিন্তু ডিলার জহুরুল ডিএপি সারের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি বস্তা সার ১ হাজার থেকে ১১০০ টাকা দরে বিক্রি করছেন।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা গত ০৫-০৩-২০২০ইং,বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।স্থানীয় কৃষক লুতফর রহমান বলেন,‘এবারের মৌসুম শুরু হওয়ার পর থেকে ডিএপি সারের দাম বেশি নিচ্ছেন খানমরিচ ইউনিয়নের সারের ডিলার।তাকে দাম কম নিতে বললে, তিনি আমাদের কথা না শুনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রিকরেন।পরে নিরুপায় হয়ে আমরা কৃষি অফিসে অভিযোগ করি

তবে অভিযোগ অস্বীকার করে ডিলার জহুরুল ইসলাম বলেন, স্থানীয় কৃষকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উপজেলা কৃষি অফিসে মিথ্যা অভিযোগ করেছেন এবং অত্র ইউনিয়নের চলমান রাজনৈতিক কোন্দলের স্বীকার হচ্ছেন তিনি।উপজেলা কৃষি অফিসার এনামুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।