ভাঙ্গা বাজারের জানজট দেখার কী কেউ নেই ! 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০২ ২০২০, ২১:৩১

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারের ঈদগাঁ তিন রাস্তার মোড় থেকে বাজারের ভিতরের জানজট নিরসনে দেখার কী কেউ নেই ! অভিযোগ পথচারী এবং স্থানীয় সূধীজন মহলের।

আজ সোমবার (০২নভেম্বর) দুপুর ১২:৩৫ মিনিটে সরে জমিনে দেখা যায় ঈদগাঁ তিন রাস্তার মোড় থেকে বাজারের ভিতরে দীর্ঘ লম্বা জানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগ পোহাতে হয় ছোট-বড়, শিশু, বৃদ্ধ, মহিলা, সুস্থ-অসুস্থ সব ধরনের পথচারীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশিষ্ট এক স্থানীয় ব্যবসায়ী দুঃখ করে বলেন, আমাদের ভাঙ্গা বাজারের জানজট নিরসনের জন্য কী কেউ নেই ? তিনি আরো বলেন ভাঙ্গা বাজার একটি ব্যাস্ততম এলাকা। একটি গুরুত্বপূর্ণ স্থানীয় শহর। অথচ এ বাজারে দিনের বেলায় বড় বড় ট্রাক ঢুকে ! বাজার কমিটি আছে, প্রশাসন আছে উনারা কী দেখেন না ?

আজ সোমবার ভাঙ্গা বাজারে হাটের দিন হওয়ায় দূর থেকে মার্কেট করতে আসা মো. রিদওয়ান, মো. রাহাত বলেন, আমরা অনেক দূর থেকে সুলভ মূল্যে মার্কেট করতে ভাঙ্গায় আসছি অথচ দেখেন দুইটি বড় বড় ট্রাক ও একটি পিকাপ মালসহ এলোমেলো ভাবে ঢুকে দীর্ঘ জানজটের সৃষ্টি করার কারণে আমরা বের হতে পারছিনা, আমরা বাড়িতে যেতে পারছি না।

ভাঙ্গা বাজারের এ জানজট নিরসনে পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় সচেতন মহলের একটাই দাবি জানিয়ে বলেন, দিনের বেলায় যেনো কোনো ট্রাক বাজারে ঢুকে জানজট সৃষ্টি করতে না পারে। সে জন্য স্থানীয় বাজার কমিটি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।