ভাঙ্গায় রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১৬:৪৩

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অালগী ইউনিয়নের মাঝারদিয়া-বালিয়া গোডাউন (ইউনিয়ন ভবনে) বড়দিয়ার যাতায়াতের একমাত্র রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুৎ-এর খুঁটি থাকার কারণে যান বাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

যানবাহন চালক এবং পথচারী এবং স্থানীয় সূধী মহলের অভিযোগ রাস্তার মাঝখানে বিদ্যুৎ-এর খুঁটি থাকাতে অামাদের যানবাহন চলাচলে অনেক বিঘ্ন ঘটে। এক সঙ্গে দুই দিক থেকে দুটি ভ্যান বা অটোভ্যান অাসলে সাইট দেওয়ার যায়গা থাকে না, ফলে যানজটের সৃষ্টিসহ অনেক সময় দুর্ঘটনা ও ঘটে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক মাতুব্বর জানান, অামি এই খুটিটি রাস্তার মাঝখান থেকে সরানোর ব্যাপারে এলাকার চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে চান না ! দেই দিচ্ছি বলতে বলতে অনেকটি বছর হয়ে পার হয়ে গেলোও এ পর্যন্ত কোনো সমাধান হলো না !

যানবাহন চালক, পথচারী এবং এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট বিদ্যুৎ-এর উর্ধতণ কর্মকর্তা এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।