ভাঙ্গায় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৬ ২০২০, ১৩:৪২

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।

গতকাল (২৫ জুন) বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা ফাইভ ষ্টার মার্কেটের (বিএফসি) রেষ্টুরেন্টে ভাঙ্গা উপজেলা অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সন্পাদক, দৈনিক নয়াদিগন্তের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি জনাব এ টি এম ফরহাদ নান্নু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক এবং সৃষ্টি টিভি ভাঙ্গা উপজেলার বিশেষ প্রতিনিধি মো. মজিবুর মুন্সী।

সকলের সম্মতিক্রমে নতুন এ কমিটিতে সভাপতি মো. মিজানুর রহমান মুন্সী এবং সাধারন সন্পাদক মিয়ান মো. আলমগীর হোসেনের নাম ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা রিপোটার্স ইউনিটির সভাপতি ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ. সভাপতি দৈনিক মানব জমিন প্রতিনিধি মুন্সী মনিরুল ইসলাম মনির, ভাঙ্গা উপজেলা মাই টিভি প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠের বার্তা সম্পাদক মোঃ জাহিদ মুন্সী, একুশে জার্নাল, আওয়ার ইসলাম, দৈনিক শিক্ষার আলো’র ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর নিউজ এবং দৈনিক ভোরের বার্তা’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, মোঃ তুরান মোল্লা, মোঃ ফয়সাল, মো.শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন বাবুল চাকলাদার, মো. আশরাফ আলী প্রমুখ।

ভাঙ্গা উপজেলা সাংবাদিক’দের নিয়ে এক আলোচনার মাধ্যমে “উপজেলা অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক” নতুন এ কমিটি সুন্দরভাবে গঠন ও সম্পূর্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়।