বড় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ২৬ ২০১৯, ১৯:০৯

একুশে জার্নাল ডেস্ক:আজ ২৬ শে মার্চ ২০১৯ইং রোজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাজীপুর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ২ ঘঠিকার সময় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:আকছার আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই , বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী গাজী আব্দুল মুহিত সিরাজি, সাবেক ইউপি সদস্য গোলজার আহমদ, বড় হাজীপুর মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, বিশিষ্ট সমাজ সেবক জেনেল আহমদ, সাহিবুর রহমান, ছাত্রনেতা ফারহান খান, নুরুল আমিন, এহছান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিস. রানি ম্যাডাম, সমাজ সেবক জিলাদ মিয়া, দুলু মিয়া, আব্দুর রাজ্বাক, ইউপি সদস্য সিরাজ মিয়া ও রঈছ উল্লাহ, স্কুলের সাবেক ছাত্রদের মধ্যে ইব্রাহিম খলিল, তারেক আহমদ, আব্দুল জলিল টেইলার , মনির মিয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।