বড়লেখা জুড়ী আসনের সাবেক এমপি সিরাজুল ইসলামের জানাযা সম্পন্ন
একুশে জার্নাল
এপ্রিল ১০ ২০২০, ০৩:০৯

আমেরিকা প্রতিনিধি: মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সাবেক সফল সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যার, সাধারণ মানুষের প্রিয় ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
আজ ৯ এপ্রিল ২০২০ ইংরেজি রোজ বৃহস্পতিবার নিউইয়র্ক ইসলামিক এডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা আবুল কাশেমের ইমামতিতে মরহুম সিরাজুল ইসলাম ও বড়লেখার অারেক কৃতি সন্তান আমেরিকা নিউইয়র্কে বসবাসকারি বড়খলা গৌরনগর নিবাসী জবরুল ইসলামের পিতা জনাব আতাউর রহমান ডিলার সহ মোট ৪ জনের জানাযার সম্পন্ন করার মধ্য দিয়ে কবরস্থ করা হইয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন বড়লেখার বর্তমান এমপি বন ও পরিবেশ মন্ত্রীর ছোট ভাই জনাব মঈজ উদ্দিন সহ নিউইয়র্কে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুম সিরাজুল ইসলাম ও জনাব আতাউর রহমানের মৃত্যুতে আমেরিকায় বসবাসকারি বড়লেখা জুড়ী এলাকার প্রবাসী ও বাংলাদেশে তাদের নিজ নিজ এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।
দাফন শেষে মাওলানা আবুল কাশেম মরহুমদের মাগফিরাত কামনা ও পুরো উম্মাহর কল্যাণ ও করোনা নামক গজব থেকে রক্ষা কামনায় মহান আল্লাহপাকের নিকট দোয়া পরিচালনা করেন।