বড়লেখা ও জুড়ীতে ১১ জন করোনা পজিটিভ, নতুন আক্রান্ত ৩ ডাক্তার
একুশে জার্নাল ডটকম
মে ২২ ২০২০, ০০:১৯
এম.এম আতিকুর রহমান, বড়লেখা-জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৭ জন ও জুড়ীতে ৪ জন করোনা পজিটিভ। আজ নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। তাঁরা হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। তবে তাঁদের কারো মধ্যে করোনার কোনো উপসর্গ বা লক্ষণ নেই। এর আগে ওই হাসপাতালের এক ওয়ার্ডবয়ের (৩৫) দেহেও করোনার উপস্থিতি পাওয়া যায়।
এ নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম আক্রান্ত দক্ষিণভাগের কাসেমনগরের এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। আরো দুইজন অনেকটা সুস্থতার পথে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার (১৭ মে) হাসপাতালের এক ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ রাতে পরীক্ষার রিপোর্ট আসে। নমুনা পরীক্ষায় দেওয়া ৩৯ জনের মধ্যে ৩ চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। তাদের কারো করোনার কোনো লক্ষণ নেই। ধারণা করা হচ্ছে, তারা আক্রান্ত কারো মাধ্যমে সংক্রমিত হয়েছেন। বর্তমানে তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন।
এদিকে জুড়ী উপজেলায় আজ নতুনভাবে ৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
প্রশাসনের সুদক্ষ ভূমিকার পরও ঈদুল ফিতরকে সামনে রেখে বড়লেখা জুড়ীর হাটবাজারগুলো নারী-শিশুসহ মানুষজনে সয়লাব। অবাধে বিচরণ লক্ষনীয়ভাবে বেড়ে যাওয়ার করোনা সংক্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ নিয়ে বিভ্রান্তি ও সচেতন মহলে উদ্বেগ উৎকণ্ঠা চরমভাবে বিরাজমান।