বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ১৫টি মামলায় অর্থদণ্ড
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৪ ২০২০, ১৯:৫৫
এম. এম আতিকুর রহমান;
আজ ১৪ জুলাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনার নেতৃত্ব করোনা ভাইরাস প্রেক্ষাপটে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ১৫টি মামলায় ৬,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বড়লেখা থানা পুলিশের চৌকস টিম মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।