বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্যে ২৬ মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০২০, ২৩:২৮

এম.এম আতিকুর রহমান:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান আজ বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্যের দায়ে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখা, মাস্ক না পড়া ও অধিক যাত্রী পরিবহনসহ নানামুখী অনিয়মের কারণে ২৬টি মামলায় ৩৪,১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে বড়লেখা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে।