বড়লেখায় জামায়াত সেক্রেটারি গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৮ ২০২০, ২১:৩১

এম.এম আতিকুর রহমান, বড়লেখা থেকে: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফয়সল আহমদকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

গতকাল রোববার গভীর রাতে পৌর এলাকার বাসা থেকে বড়লেখা থানার এসআই রাকিব মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সোমবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, বড়লেখা থানায় মোয়াদ আহমদ নামে এক ব্যবসায়ীর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার আদালতে সোপর্দ করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত তার রিমান্ড না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।