বড়লেখায় আরও দুই যুবকের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০১ ২০২০, ১৮:২২

এম.এম আতিকুর রহমান, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় নতুনভাবে আরও দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনই পুরুষ। তাদের দুজনের বাড়ি উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের উত্তরভাগ গ্রামে। একই বাড়ীর ফরিজ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (৩৭) এবং রায়হান উদ্দিন (৩৫)।

আক্রান্ত দুজনের বাড়ি উপজেলা প্রশাসন আজ দুপুরে লকডাউন করেছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২জনে। এর মধ্যে ৩জন ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের দুজনের মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। সম্প্রতি তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল। গত রাতে তাদের রিপোর্ট এসেছে। দুজনের করোনা শনাক্ত হয়েছে। ইতোপূর্বে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ-র ৩জন ডাক্তারও করোনায় আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের বড় মামা একই গ্রামের মুরব্বি তরিক উল্লাহ (৬০) জানান, ছোট ভাগনা রাজমিস্ত্রী রায়হান প্রায় ১৫ দিন থেকে জ্বর সর্দি গলাব্যথায় ভুগছেন। বড় ভাগনা কাঠ মিস্ত্রি বুরহানও কয়েকদিন থেকে অসুস্থ ছিল। বাড়ীর অন্যান্যদেরও নমুনা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে বড়লেখা ফায়ার সার্ভিসেরও এক বাবুর্চি (৬১) নতুনভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়াতে এলাকার জনমনে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।