বড়লেখাসহ ৭ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আনসার মোতায়েন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৮ ২০২০, ১৮:৪৭

এম. এম আতিকুর রহমান:  মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৪ জন করে মোট ২৮ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম এর ওপর সন্ত্রাসী হামলার পর দেশের সকল উপজেলায় সরকার মাঠ প্রশাসনের কর্মকর্তা ইউএনও দের নিরাপত্তায় উদ্যোগী হয়।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার বড়লেখা উপজেলা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী অফিসারদের নিরাপত্তার জন্য ৪ জন করে মোট ২৮ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, তাঁর নিজ তত্বাবধানে এই আনসার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসাররা মাট পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নানাবিধ অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। অনিয়ম দুর্নীতির সাথে জড়িতরা সম্প্রতি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের টার্গেট করে হামলার ঘটনায় উদ্বেগ উৎকন্ঠা বিরাজমান। বাস্তবতার আলোকে সময়োপযোগী এ পদক্ষেপ গ্রহণ করায় সচেতন মহল জেলা প্রশাসককে অভিনন্দন জানান।