বড়লেখার ইউএনও’র জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার গ্রহণ
একুশে জার্নাল ডটকম
জুন ২১ ২০২০, ১৫:৩৮

এম. এম আতিকুর রহমান ;
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অসামান্য অবদান রাখায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ হয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান।
তিনি জেলা পর্যায়ে ৪-১০ গ্রেডের কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে ২১ জুন রবিবার মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর কাছ থেকে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০১৯-২০ গ্রহণ করেন।
চলমান করোনা ভাইরাস প্রেক্ষাপটেও সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান এর নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর অনবদ্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কায়মনোবাক্যে প্রার্থনা করছি মাবুদের তরে।