বড়ডলু পূর্বাণী ক্লাব এর নতুন কার্যকরী কমিটি গঠন।
একুশে জার্নাল
মে ০৫ ২০১৮, ১১:২৮

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ
খাগড়াছড়ি প্রতিনিধি: শুক্রবার (৪ মে) বিকাল ৫ টায় মানিকছড়ি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বড়ডলু পূর্বাণী ক্লাবের ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয় ক্লাব অফিসে। সভাপতি জনাব হাসান আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান এর সঞ্চালনায় । সভাপতি ও সম্পাদক ২০০৮- ২০১৭ সাল পর্যন্ত ঝিমিয়ে পড়া ক্লাব কিভাবে সচল ও উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলার জন্য পুরস্কার ও সদস্যদের পেশাগত প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা ও যুব উন্নয়ন অফিস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গঠনতন্ত্র মোতাবেক ক্লাব পরিচালনা করার জন্য নতুন কমিটির প্রতি অনুরোধ করেন। উল্লেখ্য যে ক্লাব ১৯৮৫ সাল প্রতিষ্ঠিত করে ১৯৯০ সালে রেজিষ্ট্রেশন পায়।
নির্বাচনের মাধ্যমে ১১জন বিশিষ্ট দক্ষ ও শিক্ষিত স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক এমন সুন্দর একটা নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি:
১। সভাপতি- রোবেল হোসেন
২। সহ-সভাপতি -শফিউল আজম
৩। সাধারণ সম্পাদক- জয়নাল আবেদীন
৪।কোষাধক্ষ- ইকবাল হাসান
৫। সমাজ কল্যাণ সম্পাদক- আফসার উদ্দিন
৬।সাংগঠনিক সম্পাদক- সুজন কান্তি দাশ
৭। দপ্তর সম্পাদক – আরিফ হোসেন
৮।প্রচার সম্পাদক – মিজানুর রহমান
৯।সাংস্কৃতিক সম্পাদক- বিঞ্চু দাশ (বাবলু)
১০। ক্রিড়া সম্পাদক – তুষার কান্তি দাশ
১১। মহিলা সম্পাদিকা-ফাতেমা আক্তার লাকি
পরে ৫ জন বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
১। হাসান আলী
২। মুহাম্মদ শাহজাহান
৩। দেলোয়ার হোসেন
৪। মাও: ওমর ফারুক
৫। ওমর ফারুক
সভাপতি (হাসান) বলেন- যারা পদ বঞ্চিত হয়েছো, তাদের ধৈর্য ধারণ করতে অনুরোধ করছি। আন্তরিকতার সহিত ক্লাবের উন্নয়নে কাজ করলে তোমাদের পদ খোঁজতে হবেনা বরং পদই তোমাদের খোঁজে নেবে আগামিতে। আমি প্রত্যাশা করি,এক ঝাঁক উদ্যোমী যুবরাই ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রেখে একটি সঠিক স্বেচ্চাসেবী সংগঠন হিসেবে সামনে এগিয়ে নিবে।
নতুন সভাপতি ও সম্পাদক নতুন পুরাতন সকলের সহযোগিতা কামনা করেছেন। আনন্দঘন পরিবেশে সভা শেষ করা হয়।