ব্লাড ব্যংক খিদমাহ’র ২বছর পূর্তি সভা আগামী শুক্রবার
একুশে জার্নাল
আগস্ট ০৯ ২০১৮, ১৪:৫৮
একুশে জার্নালঃ আল-খিদমাহ ব্লাড ব্যাংক এর ২বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১০ আগস্ট ২০১৮ শুক্রবার, বিকাল ৩ টা থেকে
স্থান : মারকাযুল হিদায়া সিলেট।
বাসা ৫৫, রোড ১৮/এ, ব্লক বি, শাহজালাল উপশহর, সিলেট।
এতে বরেণ্য আলেম, মুফতি, মুহাদ্দিস, লেখক, গবেষক, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক ও ইসলামী চিন্তকগণ উপস্থিত হবেন।
উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য খিদমাহ’র প্রতিষ্টাতা চেয়ারম্যান মাওলানা মুফতি আব্দুর রহমান কফিল আহবান জানিয়েছেন।