ব্রিটেনের লকডাউন দেড় বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১১ ২০২০, ২১:০১
লকডাউন থেকে ব্রিটেনকে বের করে আনতে প্রয়োজন তিনটি পদক্ষেপ । ভাইরাসের সঠিক চিকিৎসা, আক্রান্ত মানুষের সঠিক তথ্য ও ডাটা সংগ্রহ এবং গণহারে টেস্টিং । দুঃখজনক হলেও সত্যি এই তিনটির একটিও যথাযথভাবে করা সম্ভব নয় বর্তমানে ব্রিটেনে।
এ জন্য এই লকডাউন পুরোপুরি উঠিয়ে নিতে সময় লাগতে পারে ১৮ মাস পর্যন্ত। টেলিগ্রাফকে দেওয়া সাকাৎকারে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য বিষয়ক উচ্চ পদস্থ এক কর্মকর্তা ।
এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা কোরোনার যে ভেকসিন তৈরী করছেন, তা সেপ্টেম্বর নাগাদ বের হলে এর কার্যকারিতা ৮০ পার্সেন্ট পর্যন্ত হওয়ার আশা করছেন তারা। এটি জনসাধারণের হাতের নাগালে আসতে সময় লাগবে অন্তত ১৮ মাস। এ জন্য ভেকসিন সকলের হাতের নাগালে না আসা পর্যন্ত লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে নন দেশটির স্বাস্থ্য বিজ্ঞানী ও গবেষকরা।
এমন অবস্থায় মনে হচ্ছে, ব্রিটেন পুরোপুরি না হলেও আংশিক লকডাউনে থাকবে প্রায় দেড় বছর।