ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ সিলেটের আপসানার

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২০ ২০১৯, ০১:৫৯

ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন ব্রিটিশ বাংলাদেশি আপসানা বেগম। তিনি গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) এ শপথ গ্রহণ করেন।

ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির মধ্যে অনেক মুসলিম এমপি থাকলেও শুধুমাত্র আপসানা বেগম স্কার্ফ পরিহিত অবস্থায় শপথ গ্রহণ করেন।

প্রসঙ্গত, ব্রিটেনের পার্লামেন্টে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী এমপির নাম আফসানা বেগম। বাংলাদেশে আফসানা বেগমের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠেছেন তিনি। সদ্য অনুষ্ঠিত ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির চরম ভরাডুবি হয়েছে। অথচ নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী শন ওককে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন আফসানা। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো দাঁড়িয়েই বিপুল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আফসানা। আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন যেখানে কনজারভেটিভ প্রার্থী শন ওকের ঝুলিতে জমা পড়ে মাত্র ৯ হাজার ৭৫৬ ভোট।