ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের নির্বাচনে স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে আব্দুল মালেকের বিজয়

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২১ ২০১৯, ০৩:৪৯

ইকরামুল মারজান চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যকরী পরিষদের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ নির্বাচনে স্বাধীনতা পরিষদ সহযোগী গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে।

এতে স্বাধীনতা পরিষদ থেকে তিনি (ব্যালট নং ০২) পরিচালক পদে নির্বাচিত হন।
শহরের মসজিদ রোডে অবস্থিত ‘দি ঝুমুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট’, ‘এ মালেক কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টার’, ‘গ্র্যান্ড এ. মালেক চাইনিজ রেষ্টুরেন্ট’ ও ‘গ্র্যান্ড এ.মালেক আবাসিক হোটেলে’র কর্ণধার তিনি।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। আব্দুল মালেক এক বিবৃতিতে সকল চেম্বার সদস্য, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।