ব্রাহ্মণবাড়িয়ায় স্যামসাংয়ের শো-রুমে চুরি, মিলছে না ভিডিও ফুটেজ
একুশে জার্নাল
ডিসেম্বর ১১ ২০১৯, ০০:০৪

জুনায়েদ আহমেদ: ব্রাহ্মণবাড়িয়া সদরে স্যামসাংয়ের শো-রুমে চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান শো-রুমের কর্মকর্তারা। এদিকে শোরুমে থাকা সিসি ক্যামেরায় গতকালের কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে চুরি করার পর চোরেরা ফুটেজ ডিলিট করে দিয়েছে। গতকাল ৯ ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সংলগ্ন ফকিরাপুল মাওলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, গতাকল রাত দশটার দিকে তারা শো-রুমে তালা লাগিয়ে চলে যান। পরদিন সকালে এসে দেখেন তালা কাটা। ভেতরের জিনিসপত্র ছড়ানো –ছিটানো। পরে এ বিষয়টি নিয়ে তারা থানায় কথা বলেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ এসে তদন্ত করছে বলে জানান তারা।
গতকাল রাতে ঐ ভবনে দু’জন লোক ছিলো। তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রতিদিনই এখানে থাকেন। গতকাল যে চোরি হয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না। এমনকি রাতে তারা কোনো ধরণের আওয়াজও পাননি। তারা অভিযোগ করে বলেন, সব তথ্য দেয়ার পরো পুলিশ তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।