ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
একুশে জার্নাল
ডিসেম্বর ৩০ ২০১৮, ০৫:০২
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের একটি ভোটকেন্দ্রে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও কেন্দ্রে উপস্থিত ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবির।