ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নিহত ২
একুশে জার্নাল
ডিসেম্বর ১২ ২০১৮, ০২:২৭
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসচাপায় নিহত হয়েছে সিএনজি চালিত অটোরিকশাযাত্রী মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব (৬৬) ও তার স্ত্রী অঞ্জু দেব (৫০)।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরাহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষ্ণুপদ দেব জেলা শহরের পাইকপাড়া এলাকার মৃত রমনী মোহন দেবের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই যাত্রী।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অঞ্জু দেবের মরদেহ উদ্ধার করা হয়। বিষ্ণুপদ দেবের মরদেহ সদর হাসপাতালে রয়েছে এবং ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেবের মৃত্যুর খবর পেয়ে জেলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা দেখতে আসেন।
্ঠঠৃ
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সকালে নিজ বাড়ি থেকে বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী সরাইল উপজেলার চুন্টায় নিকট আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে জেলা সদরের দিকে ফিরছিলেন।
পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরের মীরাহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস সিএনজিটিকে সজোরে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় অঞ্জু দেব।
গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় বিষ্ণুপদ দেবকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী তবে তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।