ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সোর্সকে গলা কেটে হত্যা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০১৮, ০৭:৫১

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শাকিল (২৫) নামে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে বিজয়নগর থানা পুলিশ।
নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত মরদেহ ফেলে রাখে।
সকালে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বিজয়নগর থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।