ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৬ ২০২০, ১৭:০৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ট্রাক-মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
তিনি বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। মনকাশাইর নামক স্থানে সিমেন্টবোঝাই ট্রাকটি অটোকে ধাক্কা দিলে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হন।