ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনে কওমী ব্লাড ব্যাংক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২১ ২০২০, ২২:৩৩

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার বাসিন্দা ডা. সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামে এক দন্ত চিকিৎসক মারা গেছেন। রোববার (২১) ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, উনার করোনা উপসর্গ ছিলো।

আজ দুপুর ১২টায় তার জানাযা ও দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

কওমী ব্লাড ব্যাংকের পক্ষে দাফন কার্যক্রমে অংশ নেয়, হাফেজ মাওলানা ইসমাইল ভুঁইয়া, মাওলানা ইমাম হোসেন, হাফেজ মাওলানা ইফতিখার জামীল, মাওলানা জুহাইর মুহাম্মদ, হাফেজ ইকরামুল মারজান, মুহাম্মদ রনি।

সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন।