ব্রাহ্মণবাড়িয়ায় ৪দিন ব্যাপী কিতাব মেলা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৪ ২০১৯, ১৮:০৮

উলামায়ে কেরামের সূতিকাগার ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী কিতাব মেলা।

সারাদেশে ধারাবাহিকভাবে তৃণমূল পর্যায়ে সুস্থ সাহিত্য ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহারের উদ্যোগে ও স্থানীয় ‘ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ’র আয়োজনে এবার আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্ছে মেলাটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আয়োজক কমিটির সূত্রে জানাগেছে, প্রতিদিন সকাল ৯ টা থেকে মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, গাউসিয়া পাবলিকেশন্স, মাকতাবাতুল আশরাফ, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল আসলাফ, জাদিদ প্রকাশনী ও মাকতাবাতুল সাঈদ এর অংশ গ্রহণে শুরু হওয়া মেলাটি রাত ১০ পর্যন্ত চলবে ।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যায় দেশের বিভিন্ন ইসলামি সংগীত শিল্পীদের অংশগ্রহণে নাশীদ সন্ধ্যা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বার্তা-
সাঈদ সালমান।
ব্রাহ্মণবাড়িয়া।