ব্রাডফোর্ডে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ১৩ ২০১৮, ১১:০৯
একুশে জার্নাল ইউকে:
গত শনিবার (১২মে) দুপুর ৩টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সহ সভাপতি, জমিয়ত মনোনিত সিলেট-৬ এর সাংসদ প্রার্থী আলহাজ্ব শামছুদ্দীন বানিগ্রামীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ব্রাডফোর্ড, লিড্স, ওল্ডহামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জামেয়া খাতামুন নাবিয়্যীন ব্রাডফোর্ডে অনুষ্টিত এই সভায় দেশ-বিদেশে জমিয়তের সাংগঠনিক তৎপরতা ও আগামী সাংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনিত প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সভাপতি শায়খ মুফতি সাইফুল ইসলাম, মুফতি জুনাইদ আহমদ, শায়খ আবু তাহের ফারুকী, মাওঃ এখলাছুর রাহমান বালাগন্জী, মাওঃ মিফতাহ উদ্দীন, মাওঃ শেখ উবায়দুল হক, হাজী আনোয়ার আলী বাবুল হাফিজ মাওলানা নাশির উদ্দীন প্রমুখ।