ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৪ ২০১৯, ২০:৪০
প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার জের ধরে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উপর পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌলভীবাজারে প্রতিবাদ সভা করেছে দেশপ্রেমিক নাগরিক।
বুধবার দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সংগঠনের আহবায়ক ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক জেলা সেক্রেটারী বুলবুল আহমদ মুরাদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আকিকুর রহমান নোমান, ব্যবসায়ী নেতা মুহিবুর রহমান সাচ্ছু, প্রভাষক প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রভাষক সায়েদ আলী, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, ডা. সামাদুর রহমান, মানবিক বাংলাদেশের জেলা সভাপতি মিতা ভূইয়া প্রমুখ।